ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে নেইমাররা যখন উদযাপনে ব্যস্ত। হঠাৎই দুই দলের সমর্থকদের মধ্যে হঠাৎ ভয়ঙ্কর মারামারি শুরু হয়।
গ্যালারিতে ব্রাজিলিয়ান সমর্থকরা বেধড়ক পেটান সার্বিয়ান সমর্থকদের। এমন বেশকিছু প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা নির্মমভাবে পেটাচ্ছেন সার্বিয়ান সমর্থকদের।
এবারের বিশ্বকাপ আসরে এটাই প্রথম সবচেয়ে বড় অঘটন ঘটালো ব্রাজিলিয়ান সমর্থকরা। মারপিটের সময় অন্যরা আর্তনাদ করতে থাকেন। গ্যালারিতে এমন দৃশ্য দেখে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সেখানে হাজির হয়ে তাদের থামান।
আজকের বাজার/আরআইএস