নেইমার থেকে বল নিতে হলে ফাউল করা লাগেই: সিলভা

কিছু না হতেই নেইমারের লাফালাফি দেখে যাচ্ছেন ভক্ত দর্শকরা। নেইমার অভিনয় করছেন, ব্যথা না পেলেও মাঠে গড়াগড়ি খাচ্ছেন-বেশ জোরেসোরেই এমন অভিযোগ উঠছে।

ব্রাজিলের গণমাধ্যমেও তাকে নিয়ে লেখালেখি বাদ যায়নি। সে সংবাদ প্রকাশ হয় মেক্সিকোর বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার (২৩) ফাউল করা হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

মাঠের খেলায় এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে আছেন নেইমার। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে আরও একবার স্বরুপে দেখা গেছে পিএসজি ফরোয়ার্ডকে। তবে দারুণ খেলেও অনভিপ্রেত কিছু আচরণে নিন্দা কুড়িয়েছেন তিনি। অনেকে মনে করছেন, সর্বশেষ ম্যাচে মেক্সিকোর মিগুয়েল লায়ুনের পা তার অ্যাঙ্কেলে লাগার পর মাঠে অনেকটা সময় গড়াগড়ি দিয়ে লাল কার্ড আদায় করতে চেয়েছিলেন।

নেইমারের পক্ষ টেনে সিলভা বলেন, ‘এটা স্বাভাবিক। কারণ সে (নেইমার) অনেক গুণে গুণান্বিত। যে খেলোয়াড় তাকে আটকাতে চায়, সে ফাউল করেই থাকে। কারণ নেইমারকে আটকানো সবসময়ই কঠিন। তার কাছ থেকে বল নিতে হলে ফাউল করা ছাড়া উপায় নেই।’

আজকের বাজার/আরআইএস