নেইমারের একমাত্র গোলে বোর্দোকে হারাল পিএসজি

লিগা ওয়ানে নেইমারের একমাত্র গোলে বোর্দোকে হারাল পিএসজি। গত ম্যাচে স্টেড রেইমসের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর এদিন একাদশে ছ’টি পরিবর্তন আনেন পিএসজি কোচ থমাস টাচেল।

চোট সারিয়ে এক মাসেরও বেশি সময় বাদে একাদশে অন্তর্ভুক্তি ঘটে কিলিয়ান এমবাপের। ৭০মিনিটে ব্রাজিল ফরোয়ার্ডের উদ্দেশ্যে ম্যাচের একমাত্র গোলের বলটি সাজিয়ে দেন ফরাসি ওন্ডার কিড। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই পিএসজি।

নেইমার এই মৌসুমে চতুর্থবারের মতো পিএসজির হয়ে লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন। আর একমাত্র গোলে তৃতীয়বারের মতো ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন পিএসজিকে। আগের তিনবারের মতো কালও পিএসজি সমর্থকদের দুয়ো শুনেছেন পুরো ৯০ মিনিট জুড়েই। নেইমারকে নিয়ে অশালীন ভাষায় লেখা বেশ কয়েকটি ব্যানারও দেখা গেছে বোর্দোর মাঠে।

আজকের বাজার/লুৎফর রহমান