স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ব্রাজিলিয়ারন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এমন গুঞ্জনে ফুটবল বিশ্বে চলছে নানান আলোচনা। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন রিয়ালের অধিনায়ক সার্জিও র্যাম
গত মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। যার ফলে এক মৌসুম পরেই তার ক্লাব ছেড়ে দেয়ার গুঞ্জন মানতে চাচ্ছেন না অনেকেই। তবে নেইমার রিয়ালে আসতে সবসময় তার জন্য দরজা খোলা বলে জানিয়েছেন রিয়ালের অধিনায়ক।
র্যামোস বলেন, ‘নেইমারের ব্যাপারে কথা বলার জন্য আমাদের আরো অনেক সময় রয়েছে। বিশ্বের সব সেরা খেলোয়াড়রা এখানে (রিয়াল মাদ্রিদ) খেলেছে এবং সবসময় তাদের জন্য এখানে জায়গা রয়েছে। তার জন্যও সবসময় রিয়ালের দরজা খোলা। ফুটবল বাজারটা একটা চাকার মতো, একবার ঘুরতেই অনেক কিছু বলতে যায়।’
আজকের বাজার/আরআইএস