পিএসজির বিরুদ্ধে কার্যত নতুন করে যুদ্ধ শুরু করলেন নেইমার। প্যারিসের ক্লাবকে খোঁচা দিতেই যেন বলে দিলেন, তাঁর জীবনের উজ্জ্বলতম মুহূর্ত ২০১৭-য় পিএসজি-র বিরুদ্ধে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
এক সাক্ষাৎকারে ফুটবল জীবনে ড্রেসিংরুমে তাঁর সেরা মুহূর্ত কী জানতে চাওয়া হয়েছিল ব্রাজিলীয় তারকার কাছে। এ হেন প্রশ্নে তাৎক্ষণিক জবাব, ‘‘বার্সায় খেলার সময় চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-কে হারানোর পরে ড্রেসিংরুমের উৎসবটা কখনও ভুলতে পারব না। শুধু আমি নয়, মনে হয় কেউই ভুলতে পারবে না। জীবনে অত আনন্দ বোধহয় কখনও পাইনি। এককথায় আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।’’
আজকের বাজার/লুৎফর রহমান