নেইমারের পায়ে অস্ত্রপচার সফল হয়েছে। তবে তার সুস্থ হওয়ার খবর এখনই দেয়া যাচ্ছেনা। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থতার বিষয়টি জানা যাবে ৬ সপ্তাহ পরে।
সফল অস্ত্রোপচার শেষ হয় বেলো হরাইজন্তের দেই হাসপাতালে।
শনিবার ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে সার্জারি চলে নেইমারের পায়ে। সার্জারির ২৪ ঘণ্টা রোববার নেইমারকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে চিকিৎসক লাসমার জানিয়েছেন, ‘আসলে সেরে উঠা পুরোপুরি নির্ভর করছে নেইমারের শারীরিক অবস্থার ওপর। ৬ সপ্তাহ পরই মূল্যায়ন করে কিছু বলা যাবে।’
একই কথা জানিয়েছেন নেইমারের পিএসজি চিকিৎসক জেরার্ড সেইল্যান্ট।
তিনি জানিয়েছেন, ‘আসলে এখনই চূড়ান্তভাবে ফেলার সময় নিয়ে কিছু বলা যাবে না। ৬ সপ্তাহ পরেই বিস্তারিত কিছু বলা যাবে।’
ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। ম্যাচটা প্যারিস সেন্ত জার্মেই ৩-০ গোলে জিতলেও স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয় নেইমারকে।
আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান শেষে জানা যায়, নেইমারের গোড়ালি মচকেছে এবং ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙেছে।