নেইমারের হ্যাটট্রিকে বার্সার জয়

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের হ্যাটট্রিকে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। এটা মাথায় রেখেই লাস পালমাসের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ঝলক দেখিয়েছেন নেইমার। আদায় করে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

নেইমারের হ্যাটট্রিকে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সা। কাতালান ক্লাবটির সংগ্রহ দাঁড়াল ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে লিগ তালিকার দ্বিতীয় স্থানে। বার্সার চেয়ে অবশ্য একটা ম্যাচ কম খেলেছে জিনেদিন জিদানের দল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সা। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পুঁজি ৩৭ ম্যাচে ৭৫।

প্রতিপক্ষের মাঠে শুভসূচনাই পায় বার্সা। ম্যাচের ২৫ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দেন নেইমার। তবে গোলটি নামের পাশে যোগ করতে পারতেন লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে পাওয়া বলটি নিয়ে ছুটে যান উরুগুইয়ান স্ট্রাইকার। ঝুঁকি নিতে চাননি। তাই বলটি ঠেলে দেন নেইমারকে। পায়ের আলতো ছোঁয়ায় বলটি পালমাসের জালে জড়ান নেইমার।

দুই মিনিটের মাথায় বার্সার গোল ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। গোলটি অ্যাসিস্ট করেছেন নেইমার। ৬৩ মিনিটে পালমাসের হয়ে একটি গোল করেন পেদ্রো বিগাস। এর তিন মিনিটের ব্যবধানে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করে নেন নেইমার। ৭১ মিনিটে পালমাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

আজকের বোজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭