ফরাসি লিগ ওয়ানের ম্যাচে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে বুধবার (৪ ডিসেম্বর) নন্তেকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। চলতি মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে খেলতে নেমে কিলিয়ান এমবাপে ও নেইমার- দুইজনই গোল করেছেন পিএসজির হয়ে।
ঘরের মাঠে প্রথমার্ধে ভালো কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পিএসজি। তবে বিরতির পর লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ৫২তম মিনিটে নেইমার-ডি মারিয়ার দারুণ সমন্বের পর বক্সের ভেতর থেকে চোখ ধাঁধানো এক ব্যাকহিলে গোল করে পিএসজিকে লিড এনে দেন এমবাপে।
৮৫তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন নেইমার। এমবাপের বদলি নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি।
লিগে ১৫ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই।
আজকের বাজার/আরিফ