কোপা ডি ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিসের জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। পাও এফসিকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে হারায় তারা। তৃতীয় বিভাগের দলের বিপক্ষে ম্যাচ হওয়ায় নেইমারকে স্কোয়াডেই রাখেননি পিএসজি বস টুখেল।
এছাড়াও এমবাপে এবং ডি মারিয়াকে স্কোয়াডে রাখলেও সুযোগ দেননি মূল একাদশে। একরকম দ্বিতীয় সারির দল নিয়েই প্রতিপক্ষকে সহজেই হারাল পিএসজি। ফরাসি জায়ান্টদের হয়ে একটি করে গোল করেন প্যারাদেস এবং সারাবিয়া।
খেলা শুরুর পঁচিশ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন প্যারাদেস। ফরাসি ক্লাবটির হয়ে এটি তার দ্বিতীয় গোল। পরে ৫৩ মিনিটের মাথায় গোল করে দলের জয় নিশ্চিত করেন স্প্যানিশ তারকা পাবলো সারাবিয়া।
আজকের বাজার/আরিফ