নেইমার ‘ওভার রেটেড’ ফুটবলার

চলতি মৌসুমের শুরুতেই বিশ্ব ফুটবলের দল বদলের বাজারে হইচই ফেলে দিয়েছিলেন ব্রাজিলের নেইমার জুনিয়র। আচমকাই তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে যোগ দেন ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি )। তাও ২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য ট্রান্সফার ফিতে। যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি। ট্রান্সফার ফিয়ের হিসেবে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার চলতি বছর ব্যালন ডি’অরে ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনলে মেসির পেছনে থেকে তৃতীয় হন । নতুন ক্লাব পিএসজিতেও তিনি ছড়াচ্ছেন দারুণ আলো ।
কিন্তু সেই নেইমারকে এবার ‘ ওভার রেটেড’ ফুটবলার বললেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হোয়েনেস। তিনি মনে করছেন, নেইমার এত দামে বিক্রি হওয়ার মত খেলোয়াড় না। তাকে প্রাপ্যের চেয়ে অনেক বেশি দেয়া হচ্ছে !
বার্সেলোনায় আসার আগে নেইমার নিজ দেশের ক্লাব স্যান্তসে খেলতেন । সেই সময়েই তরুণ নেইমারকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল বায়ার্ন। কিন্তু স্যান্তস নেইমারের জন্য তখন ২৪ মিলিয়ন ইউরো চাওয়ায় তাতে রাজি হয় নি বায়ার্ন ।
সমর্থকদের সাথে ডিনার অনুষ্ঠানে বায়ার্ন সভাপতি জানান, ‘ আমার কাছে নেইমারকে কখনই সেরা মানের মনে হয় না ! ’
তিনি অবশ্য স্বীকার করেন, ‘বায়ার্ন নেইমারকে পেতে চেয়েছিল। কিন্তু এত টাকা দিয়ে নেইমারকে পাবার সামর্থ্য বা ইচ্ছা কোনটাই নেই বায়ার্নের।’
তিনি এমবাপ্পের ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে খেলা নিয়ে বলেন, ‘আমরা একজন খেলোয়াড়ের পেছনে কখনই এত বিনিয়োগ করার পক্ষপাতি না। এমবাপ্পে ভালো খেলোয়াড়। কিন্তু তার জন্যেও না।’
আজকের বাজার: সালি / ১৯ ডিসেম্বর ২০১৭