কিলিয়ান এমবাপ্পের দুই গোলে লিগ ওয়ানে দিজোঁকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলেননি নেইমার। পার্ক ডি প্রিন্সেসে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিক পিএজি। গত সপ্তাহে বর্দুর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নভেম্বরে হোম ম্যাচে পিএসজিকে ২-১ গোলে পরাজিত করেছিল দিজোঁ। রেলিগেশন জোন থেকে কোনরকমে নিজেদের রক্ষা করা দিজোঁ তিন মিনিটে পিছিয়ে পড়ার পর পুরো ৭০ মিনিট পিএসজিকে আটকে রেখেছিল। কিন্তু এরপর এমবাপ্পের কল্যাণে ব্যবধান দ্বিগুন করে প্যারিসের জায়ান্টরা। ৭৬ মিনিটে মাউরো ইকার্দিকে দিয়ে ম্যাচের তৃতীয় গোলটি করিয়েছেন ফ্রেঞ্চ তারকা। এডিনসন কাভানির পরিবর্তে গোলের পাঁচ মিনিট আগে মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন এ্যাটাকার। স্টপেজ টাইমে থমাস টাচেলের দলকে বড় জয় উপহার দেন এমবাপ্পে। এই জয়ে মার্সেইর থেকে ১৩ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো পিএসজি।
ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘এটা একটি ভাল ম্যাচ ছিল। শেষের দিকে দ্রুত কিছু গোল কওে আমরা বড় জয় নিশ্চিত করেছি।’করোনাভাইরাসের কারনে ম্যাচে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছিল। সাধারনত ড্রেসিং রুম থেকে বেরিয়ে সমর্থকদের মাঝ দিয়েই মাঠে প্রবেশ করার রীতি ছিল খেলোয়াড়দের। কিন্তু গতকাল সেটা না করে মাঠে প্রবেশের পথটি সাইড ডোর দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল। ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে অংশ নিতে পিএজি বুধবার লিঁও সফরে যাবে এবং আগামী সপ্তাহে লিগ ম্যাচে স্ট্রাসবার্গের মোকাবেলা করবে। এরপর ১১ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ফিরতি লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে। টাচেল বলেছেন, ‘শক্তিশালী পারফরমেন্স দিয়ে এবারের মৌসুমে বরুসিয়া বেশ ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে। এই দলের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না। আগের লেগে বরুসিয়া আমাদের পরাজিত করেছে। তবে ম্যাচে ফিরে আসতে আমরা প্রস্তুত।’
কালকের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না মার্কো ভেরাত্তি। ইনজুরির কারনে অধিনায়ক থিয়াগো সিলভাও খেলতে পারেননি। থাইয়ের সমস্যার কারনে ১৭ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন এ্যাঞ্জেল ডি মারিয়া। টাচেল জানিয়েছেন ডি মারিয়ার দ্রুত সুস্থতার বিষয়ে তিনি আশাবাদী। কিন্তু ডি মারিয়ার মাঠ ত্যাগের আগেই পিএসজি ম্যাচে লিড নিয়েছিল। এটি ছিল চলতি বছর সারাবিয়ার নবম গোল। এরপর দিজোঁর গোলরক্ষক এ্যালেক্স রানারসন বেশ কিছু শট রুখে দিয়ে পিএজিকে হতাশ করে তুলেছিলেন। কিন্তু ৭৪ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের থ্রু বলে এমবাপ্পের শট আর আটকাতে পারেননি রানারসন। স্টপেজ টাইমে এমবাপ্পে মৌসুমের ১৮তম গোল পূরণ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দিনের আরেক ম্যাচে তলানির দল টলুসেকে ২-০ গোলে পরাজিত করে চতুর্থ স্থানে থাকা লিলির তুলনায় চার পয়েন্ট এগিয়ে গেছে রেনে। স্টার্সবার্গকে ৩-০ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে উঠে এসেছে মন্টিপিলিয়ার। ঘরের মাঠে রেইমসের সাথে ১-১ গোলে ড্র করেছে মোনাকো। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান