দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সেরে উঠবে নেইমার এমনটি জানিয়েছেন পিএসজি কোচ উনাই এমেরি।
আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর।ফুটবলের এতো বড় আসরে নেইমার থাকবেন না তা কি হয়! এমন পরিস্থিতিতে এমেরির বক্তব্য প্রাণ জুড়াতে পারে নেইমার ভক্তদের।
ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ে চোট পান নেইমার। এতে তার পায়ের পাতা ভেঙে যায়। এ জন্য ছুরি-কাঁচির নিচেও যেতে হয় তাকে। সফল অস্ত্রোপচার শেষে এখন তিনি রিও ডি জেনিরোতে নিজের বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এ কারণে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এবং প্রীতি ম্যাচে রাশিয়া ও জার্মানির বিপক্ষে খেলতে পারেননি তিনি।
এমেরি বলেন, চলতি সপ্তাহে নেইমারের সঙ্গে আমি কথা বলেছি। সে ভালো আছে, আরামবোধ করছে। ফাইনাল নিয়ে আমরা কথা বলেছি। ও এ লড়াইয়ে চোখ রাখবে।
তবে তার কথার বিপরীতে আশার বাণী শোনালেন পিএসজি কোচ, নেইমার এখন বেশ সুস্থ। শিগগির সেরে উঠবে সে। এতে বড়জোর সময় লাগতে পারে দুই থেকে তিন সপ্তাহ।
আজকের বাজার/আরজেড