নেচে আলোচনার শীর্ষে গেইল (ভিডিও)

ক্রিস গেইল। ক্রিকেটে গ্যাংনাম নাচটাকে তো একরকম তিনিই জনপ্রিয় করে তুলেছেন। এবার নতুন খবর হল, আবারো নেচে টাইমলাইনে এলেন তিনি। এমন সুনিপুণভাবে তাকে কখনো নাচতে দেখা যায়নি। এতটাই তালো-লয় মিলিয়ে নেচেছেন যে, ঈর্ষা জাগতে পারে বলিউড তারকাদেরও।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তেরি আঁখো কা ইয়ে কাজল’ শিরোনামে একটি হরিয়ানভি গান। এরই মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই গানের সঙ্গেই নেচেছেন গেইল।

ক্যারিবীয় ওপেনারের নাচ দেখে মুগ্ধ হয়েছেন স্বপ্না চৌধুরী। ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিও পোস্ট করতেও ভোলেননি হরিয়ানার এ নৃত্যশিল্পী। ক্যাপশনে এর মুগ্ধতা ঝরিয়েছেন- দেখ; আমি কী পেয়েছি। ক্রিস গেইল দারুণ নাচেন।

স্বপ্নার মুগ্ধ হওয়াটা অস্বাভাবিক নয়। কেননা নাচতে গিয়ে তালগোল পাকিয়ে হাত-পা ছোড়াছুড়ি করেননি গেইল। একদম গানের সুরে নিজেকে সঁপে দিয়ে তাল-লয় মেনে কোমর দুলিয়েছেন। পা নাচিয়েছেন। হাত বাঁকিয়েছেন। কার্যত যা দেখে বলি নায়করাও ঈর্ষায় ভুগতে পারেন! দেখে নিন গেইলের সেই নাচ।

Look what I found on Internet. @chrisgayle333 You are such a good Dancer.

A post shared by Sapna Choudhary (@itssapnachoudhary) on


এস/