দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সিংয়ে একথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, যারা কর্মহীন হয়ে দিশেহারা, তাদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে। এছাড়া, কৃষকদের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ অংশ নেয়ায় ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
এর আগে, সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।