নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শান্তিপুর এলাকায় পিকআপ ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে তিনজন হলেন- আরশাদুল (১৪), ইয়াসিন (৮), হৃদয় (১৭)। তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এবং গৌরীপুরের হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
রাত সোয়া ১০টার দিকে দুর্গাপুর ও কলমাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, শনিবার দুপুরের দিকে গৌরীপুর থেকে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জন শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুর সাদা মাটির পাহাড় দেখতে যান। তারা সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। ময়মনসিংহে নেয়ার পথে পুর্বধলা এলাকায় আরও দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান