নেত্রকোণায় ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যার দায়ে তিন আসামির প্রাণদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) নেত্রকোণা জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুর জামান রাজার আদালত এ রায় দেন। সাত বছর আগে (২০১১ সালে ৪ সেপ্টেম্বর রাতে) খালিয়াজুড়ি উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামে ডাকাতি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- ওসমান গণি, কাউসার আহমদ ও তাহের।
এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, আসামিদের মধ্যে পাঁচজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর গভীররাতে ওই ২২ জন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার গোয়ালবাড়ি গ্রামে ডাকাতি করতে যান। ওই সময় বাড়িঘরে ডাকাতির একপর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদলটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরিস্থিতি মোকাবেলায় ডাকাতরা তখন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়লে ওই গ্রামের চয়ন সরকার ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহত চয়নের বাবা মনোরঞ্জন সরকার রাতেই খালিয়াজুরী থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। মামলার তিন বছরের মাথায় ২৪ জানুযারি তদন্তকারী কর্মকর্তা ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।
আজকের বাজার/এমএইচ