নেত্রকোনার পূর্বধলা উপজেলার দেওটুকোন-জামধলা রাস্তার মেঘাপাড়া নামক স্থানে অটোরিক্সার নিচে চাপা পড়ে মরিয়ম নেছা (৮০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম উপজেলার জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মনু খার স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম নেছা সকালে জারিয়া জনতা ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে দেওটুকোন-জামধলা রাস্তার মেঘাপাড়া নামক স্থানে তিনি একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন। সময় হঠাৎ পেছন থেকে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ বিল্লাল উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত বৃদ্ধা মরিয়মের লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক অটোরিক্সাটিও আটক করা হয়েছে।
আজকের বাজার/একেএ