নেত্রকোনা শহরে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিরিন আক্তার (৫৫) নেত্রকোনা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের স্ত্রী ও শহরের কাইলাটী রোডের বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি মদন উপজেলায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, শিরিন আক্তার রিকশাযোগে শহরের ভেতরে যাচ্ছিল। দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে রিকশা ঘুরাতে গেলে তিনি পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ ট্রাকটি জব্দ করছে তবে চালককে আটক করতে পারেনি।