নেত্রকোনায় নৌকায় করে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জুন) নেত্রকোনার মোহনগঞ্জে এ ঘটনা ঘটে। বজ্রপাতে দুজন মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারি জিন্নত আলী।
নিহতরা হলেন মোহনগঞ্জ উপজেলার কোরচাপুর দাসপাড়া গ্রামের মতিউর রহমান (৪০)ও উজ্জ্বল মিয়া (৩০)।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
আরজেড/