নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর রোববার সকালে পৃথক পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা গেছে, নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় বজ্রপাতে মোফাজ্জল মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমূর আমির ইলি জানান, চল্লিশার এলাকার মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র কার্লী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. মোফাজ্জল মিয়া সকালে গ্রামের পাশের বিল থেকে মাছ ধরার জাল তুলতে গেলে বজ্রপাতে নিহত হয়।
এদিকে মদনের তিয়শ্রী ইউনিয়নে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান জেলে মিলন খান। তিনি একই ইউনিয়নের বাঘমারা গ্রামের খাজালি খানের ছেলে।
এছাড়া একই এলাকায় বজ্রপাতে কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের রতন মিয়াও নিহত হন জানিয়েছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী।
আজকের বাজার:এলকে/এলকে/ ১০ সেপ্টেম্বর ২০১৭