নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রিপন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১ আগস্ট) দুপুরে নেত্রকোণার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কেন্দুয়া উপজেলার রামচন্দপুর গ্রামের, দুলাল মিয়া, বাবুল মিয়া ও রাসেল মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের ১১ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে রামচন্দ্রপুর গ্রামে প্রেম সংক্রান্ত বিয়ের ঘটনার জেরে দুলাল মিয়ার রাইস মিলের সামনে আসামিরা রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করে।
পরবর্তীতে রিপন মিয়ার বড় ভাই সাইফুল আলম তপন বাদী হয়ে কেন্দুয়া থানা একটি হত্যা মামলা দায়ের করে।
মামলাটি তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আজকের বাজার/একেএ