নেত্রকোনায় ৫০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
বুধবার (১৬ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়ার পয়ারপুর গ্রামের এলেম খাঁ’র ছেলে নজরুল ইসলাম (২২) ও বিজয়নগরের মুসলিম মিয়ার ছেলে রহিম (২৫)।
মঙ্গলবার (১৫ মে) রাতে জেলা শহরের আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, আটক ব্যক্তিরা কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজার চালান নিয়ে নেত্রকোনায় আসছিল। আনন্দবাজার এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত গাঁজার দাম আনুমানিক ৫ লাখ টাকা।
আজকের বাজার/একেএ