নেত্রকোনায় ৭ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন ভাসমান যৌনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রায় ৫০ লাখ টাকার হেরোইন, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।
শনিবার (১৯ মে) রাতে মডেল থানা পুলিশ জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা শহরের চকপাড়া এলাকার মেজবাহ উদ্দিন রিগান, পঙ্কজ মোল্লা, উকিলপাড়া এলাকার হুমায়ুন কবির, পশ্চিম মদনপুরের নয়ন, কাটলী এলাকার হীরা, অনন্তপুর গ্রামের মাসুম ও ঠাকুরকোনা গ্রামের চাঁন খা। এদের কাছ থেকে ৫শ ২ গ্রাম হেরোইন, ১শ ৫ টি ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃত ভাসমান যৌনকর্মীরা হলেন, আলপনা, সাথী, বৃষ্টি, পরশমণি এবং জয়নগর এলাকার কল্পনা ও মুন্নি।
নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুনরায় মামলা দিয়ে রোববার এদের আদালতে চালান করা হয়েছে।
আজকের বাজার/একেএ