ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, নেত্রী শেখ হাসিনা বাবার পর আমার অভিভাবক৷ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তা মাথা পেতে নিলাম৷ আমাকে তিনি যা দিয়েছেন তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ৷
সোমবার দুপুরে নগর ভবনে নিজের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।
আজকের বাজার/এমএইচ