নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয় জয় সালমাদের

বাছাইপর্বে টানা দুই জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিতের খুব কাছে চলেএসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮ উইকেটে পাওয়া জয়ের পর রোববার স্বাগতিক নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে সালমার দল।

মঙ্গলবার একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত। জিতলেই নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে মেয়েদের। হেরে গেলে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

আটরেচটে রুমানা, ফাহিমাদের দারুণ বোলিংয়ে মাত্র ৪২ রানে গুঁটিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ ১০ রানে আট উইকেট হারায় তারা। শেষ ৫ রানে উইকেট পড়ে সাতটি। ছয় ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।

রানের খাতা খোলার আগে উইকেট হারানো ডাচ মেয়েরা টাইগ্রেস বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি। ইনিংসের দুই ওভার বাকি থাকতে পঞ্চাশের আগেই অলআউট হয় তারা।

দুই ব্যাটার কেবল ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। স্টিরি ক্যালিস সর্বোচ্চ ১৫ ও ডেনিস হান্নেমা করেন ১৪ রান।

রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন নেন তিনটি করে উইকেট। পান্না ঘোষ দুটি, সালমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

লেগস্পিনার রুমানা তিন ওভারে দেন মাত্র ২ রান। একটি মেডেন। আরেক লেগস্পিনার ফাহিমা তিন ওভারে দেন ৩ রান। যার মধ্যে দুটি মেডেন ওভার।

ছোট লক্ষ্য টপকাতে গিয়ে টিম টাইগ্রেস হারায় তিন উইকেট। ফারজানা হক ১১ ও রুমানা ৪ রানে অপরাজিত থেকে ৭.৫ ওভারেই জয় নিশ্চিত করেন।

২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ রান করে আয়শা রহমান সাজঘরে ফেরেন। ২৬ রানের মাথায় আউট হন ইনফর্ম ওপেনার শামিমা সুলতানা। আউট হওয়ার আগে করে যান ১১ রান। নিগার সুলতানা আউট হন ৪ রান করে।

আরএম/