দ্বিতীয় প্রীতি ম্যাচে বিশ্বকাপের টিকিট কাটতে না পারা নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরেছে পর্তুগাল।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরুতেই হোঁচট খায় পর্তুগাল। ১১ মিনিটে ডি বক্সের খানিক বাইরে থেকে বজ্রগতির শটে নিশানা ভেদ করেন মেমফিস ডিপাই। এগিয়ে গিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নেদারল্যান্ডস।আক্রমণে পর্তুগিজদের ঠেসে ধরেন ডাচরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৩২ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান বাবেল।
এদিন প্রথমার্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পর্তুগাল। এ অর্ধে আরও গোল হজম করে বসে দলটি। যোগ করা সময়ে দুর্দান্ত হাফভলিতে ভার্জিল ফন ডিক গোল করলে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে ইউরো চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় পর্তুগাল। এতে হিতে বিপরীত ঘটে। ৬১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও কানসেলো। ফলে ম্যাচে ফেরার আশা কার্যত এখানেই শেষ হয়ে যায় পর্তুগিজদের।
এদিন গোটা ম্যাচেই ফ্লপ থাকেন রোনাল্ডো। ফলে পরে সাইডবেঞ্চ বাজিয়ে নেন ফার্নান্দো সান্তোস। ৬৮ মিনিটে দলের প্রাণভোমরাকে তুলে জোয়াও মৌতিনিয়োকে নামান তিনি। এতে ম্যাচে গতিও আসে, সুযোগও পায়। তবে কাজে লাগাতে পারেননি পর্তুগাল। শেষ পর্যন্ত ৩-০ গোলের হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
আজকের বাজার/আরজেড