নেদারল্যান্ডসে ট্রেন লাইনচ্যুত; একজন নিহত

নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে একজন নিহত এবং বেশকিছু লোক আহত হয়েছে। জরুরি সার্ভিস এ কথা জানায়। খবর এএফপি’র।

জরুরি সার্ভিস জানায়, দ্য হেগ ও আমস্টারডামের মধ্যবর্তী ভোরস্কুটেন গ্রামের কাছে নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়।

‘আহতদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা ট্রেনটিকে নিরাপদ করার জন্য কাজ করছেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান