ত্রয়োদশ এসএ গেমসে ছেলেদের ক্রিকেটে জয়রথ অব্যাহত আছেই। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪৪ রানে হারিয়েছে সৌম্য-শান্তরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় নেপাল। আগের ম্যাচে সৌম্য-নাঈম দুজনেই অপরাজিত থাকলেও এদিন তারা ফেরেন দ্রুতই। দুজনই করেন ৬ রান। সাইফ হাসান ফেরেন কোনো রান না করেই। ১৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের কপালে তখন চিন্তার ভাঁজ
এ অবস্থায় দলের হাল ধরেন শান্ত। ইয়াসির আলীর সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তিনি। তবে মূলত শান্ত-আফিফের জুটিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ। ৯৪ রানের জুটি গড়ে আফিফ বিদায় নিলেও শেষ পর্যন্ত খেলেন শান্ত। ৬০ বল খেলে তিনি অপরাজিত ছিলেন ৭৫ রানে।
নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান। নেপালের পরেশ খড়কা ৩টি ও আইরি ২টি উইকেট নেন।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মতোই বিপর্যয়ে পড়ে নেপাল। মাত্র ১৪ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক গণেশ মাল্লা দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও বাকি কেউই তেমন ভূমিকা রাখতে পারেনি।
টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। বাংলাদেশ জয় পায় ৪৪ রানে। গণেশ করেন সর্বোচ্চ ৪৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আইরির ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সুমন খান, তানভীর ইসলাম, সৌম্য সরকার ও মাহেদী হাসান প্রত্যেকেই দুটি করে উইকেট লাভ করেন।
আজকের বাজার/আরিফ