ভূমিকম্পে বিধ্বস্ত নেপালীদের বাড়ি বানাতে ভারত ১৬১ কোটি টাকা প্রদান করেছে।
ভারতের তরফ থেকে জানানো হয়, ভূমিকম্পে সাময়িকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে নেপাল। এ অবস্থা কাটিয়ে তুলতে নেপালের নুয়াকোট ও গোর্খা জেলায় ৪২ হাজার জনের বাড়ি নির্মাণের জন্য ১৬১ কোটি টাকা প্রদান করেছে ভারত।
নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনজীব সিং নেপালের অর্থ সচিব রজন খানালের হাতে তুলে দেন এ অর্থ। বিপদের দিনে পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে নেপাল।
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে প্রলয়ংকারী ভূমিকম্পে নেপালে ৯ হাজার জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন ২২ হাজারের বেশী। দেশটি তখন ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
আজকের বাজার/একেএ