নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

মাত্র ৮ মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। যুগান্তকারী নির্বাচনের মাত্র দুই মাস পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করলেন। এর ফলে একটি নতুন কমিউনিস্ট সরকারের ক্ষমতা গ্রহণের পথ সুগম হলো।

তার তত্ত্বাবধানে ও নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে কমিউনিস্ট জোট যুগান্তকারী বিজয় পায়। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে একটি গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসতেই নতুন সংবিধানটি প্রণীত হয়।

মাওবাদীদের বিদ্রোহীদের তৎপরতা বন্ধে করা চুক্তির অংশ হিসেবে গত ১১ বছর আগে নতুন সংবিধানের কাজ শুরু হয়।

কিন্তু বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যের কারণে এ কাজে বিলম্ব ঘটে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেউবা বলেন, ‘আমার প্রধান দায়িত্ব ছিল নতুন সংবিধানের অধীনে তিন ধাপে নির্বাচনের আয়োজন করা।’

তিনি আরো বলেন, ‘আমার দায়িত্ব সম্পন্ন হয়েছে। তাই পদত্যাগ করছি।

প্রধান কমিউনিস্ট পার্টি ও মাওবাদিদের ঐক্যজোটের ভিত্তিতে পরবর্তী সরকার গঠিত হবে। গত বছরের নির্বাচনে এরা জোটবদ্ধভাবে দেউবার নেপালী কংগ্রেস পার্টিকে পরাজিত করে।

প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলিকে আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন সংবিধান প্রণয়নের পর গত ডিসেম্বরে দেশটিতে ঐতিহাসিক প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে রাজনীতিতে সুদূরপ্রসারী পরিবর্তন শুরু হয়েছে।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮