বৈরি আবহাওয়ার কারণে নেপালে উত্তরপশ্চিমাঞ্চলীয় হুমলা জেলায় একটি কার্গোবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন বিমানের দুই পাইলট। নিহতরা হলেন, বিমানের পাইলট কিরণ ভট্টরাই ও কো-পাইলট আদিত্য নেপালি।
বুধবার (১৬ মে) ১২ হাজার ৮শ ফুট উচ্চতার একটি পাহাড়ে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। খবর কাঠমান্ডু পোস্টের।
সিভিল এভিয়েশন অব নেপালের (কান) ডেপুটি ডিরেক্টর রাজন প্রখারেল বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তিনি জানান, দেশটির কোম্পানি মাকালু এয়ার ফ্লাইটের ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। ১২ হাজার ৮শ ফুট উচ্চতায় একটি পাহাড়জুড়ে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
এদিকে নিরাপত্তার কারণে নেপালভিত্তিক বিমান সংস্থাগুলো ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় নিষিদ্ধ।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে বাংলাদেশের একটি বেসরকারি বিমান কাঠমান্ডু বিমানবন্দরে বিধ্বস্ত হলে ৫১জন নিহত হয়। যা দুই দশকের বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
রাসেল/