নেপালে যাত্রীবাহী বাস নদীতে : ব্যাপক হতাহত

নেপালে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস নদীতে পড়ে ব্যাপক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিআরআই।

খবরে বলা হয়, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার দূরে ধাদিং জেলায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় ২৮ অক্টোবর শনিবার ভোরে এ দুর্ঘটনার পর থেকে আরও ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

ইতোমধ্যে নদী থেকে ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গেছে।

খবরে আরও জানানো হয়, চিকিৎসা দেয়ার জন্য ১৫ জন আহত যাত্রীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। স্থানীয় পুলিশের ভাষ্য অনুসারে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজকের বাজার : এমএম / ২৯ অক্টোবর ২০১৭