ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস নেপালের মহাসড়ক থেকে নদীতে পড়ে ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে।
বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমা-ুতে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুরে মধ্যাঞ্চলীয় তানাহুন জেলায় দুর্ঘটনার কবলে পড়ে।
তানাহুন জেলার কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ৪৩ যাত্রীর মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা যাত্রীদের পানি থেকে উদ্ধারের জন্যে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করে। আহত ১৬ যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমা-ুতে নিয়ে যাওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের সকল আরোহী ভারতীয় নাগরিক। আগের রাতে পোখারায় থাকা এসব পর্যটক বাসে
চড়ে কাঠমা-ুর দিকে যাচ্ছিল।
গৌতম জানান, নিহতদের ২৬ জনের মৃতদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।
উদ্ধার অভিযানে জোর দেয়া হয়েছে উল্লেখ করে গৌতম আরো বলেন, আমরা এখন দুর্ঘটনার তদন্ত করব।
উল্লেখ্য, নেপালে খারাপ রাস্তা, দূর্বল রক্ষণাবেক্ষণের কারণে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা।
সরকারি হিসেবে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের সড়কসমূহে প্রায় দুই হাজার ৪শ’ মানুষ প্রাণ হারিয়েছে। (বাসস ডেস্ক)