নেপালে বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে তাকে নিয়মিত চেক আপের প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, শেহরিনের শরীরের দগ্ধ স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে লাগানো চামড়া শুকিয়ে গেছে। তবে চলে যাওয়ার পর আরও কিছুদিন তাকে ফলোআপে রাখব আমরা। পায়ের ফ্র্যাকচারেও প্লাস্টার লাগানো আছে। সে এখন বাড়ি যাওয়া মত অবস্থায় আছে।
প্রসঙ্গত, গত ১২ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২১১। এতে নিহত হন ৪৯ জন, যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আহত হন আরও ১০ বাংলাদেশি।
তাদের মধ্যে তিনজনকে বিদেশে নেয়া হলেও দেশে আনা হয় সাতজনকে। এদের মধ্যে আহত শেহরীন আহমেদকে ১৫ই মার্চ ঢাকায় ফিরিয়ে এনে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।
আজকের বাজার/আরজেড