নেপালে বিমান দুর্ঘটনায় আহতরা এখনো শঙ্কামুক্ত নন : সামন্ত লাল

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারী, শাহরিন আহমেদ ও কবির হোসেন এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় গুরুতর আহত শাহীন ব্যাপারী ও শাহরিনের অস্ত্রোপচার শেষে তিনি এই তথ্য জানান।

শহীন ব্যাপারীর আরও কয়েকটি অপারেশন লাগবে বলে জানিয়েছেন সামন্ত লাল সেন।

তিনি আরও জানান শাহরিনের ক্ষতস্থানের সম্পূর্ণ চামড়া প্রতিস্থাপন করা হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে অপারেশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। তাদের দুজনকেই আইসিইউতে রাখা হয়েছে। শাহরিন আহমেদকে গত ১৫ মার্চ ও শাহীন ব্যাপারীকে ১৮ মার্চ নেপাল থেকে ঢাকায় আনা হয়। এই দুজন ছাড়া ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে মোট সাতজন চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও সিঙ্গাপুরে চিকিৎসাধীন আহত দুজনের অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।

সামন্ত লাল সেন বলেন, আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে কবির হোসেন, শাহীন ব্যাপারী ও শাহরিন। এদের মধ্যে শাহরিন আশঙ্কামুক্ত বলা যায়। তবে বাকি দুজন এখনো আশঙ্কামুক্ত নন।

আরএম/