নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ২ মিনিট আগে পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ ছিল না বলে প্রাথমিক তদন্ত প্রকাশ করেছে নেপালের তদন্ত কমিশন।
বিমানবন্দরের টাওয়ার কন্ট্রোল রুমের সঙ্গে কথোপকথন রেকর্ড বিশ্লেষণের ভিত্তিতে প্রাথমিক এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাতে বৃহ্স্পতিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্ঘটনা তদন্ত বিভাগ।
গেল ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হন। এতে আহত হন আরও ২১ জন। ওই দুর্ঘটনার প্রায় এক মাস পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।
এস/