বর্ষা মৌসুমের শুরুতে নেপালে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্য ন্ত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নেপালের নিম্নাঞ্চলসমূহ বিশেষ করে মোরাং, সুনসারী, সাপ্তারি, রাউতাহাট, সারলাহি, দাং ও বেনকে কমপক্ষে ৩৬ জনের মৃতের খবর পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদী জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আর্মি, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স দিয়ে এ তল্লাশি অভিযান চলছে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসা ও ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে।
দেশটির আবহাওয়া পূর্বাভাস অফিস জানিয়েছে, দেশটিতে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জনগণকে সতর্কতার সাথে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বন্যা পূর্বাভাস বিভাগেও এ বিষয়ে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, নেপালের তেরাই অঞ্চলে প্রতি বছরই ভারী বর্ষার কারণে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঘরছাড়া হন হাজার হাজার মানুষ।
আজকের বাজার/এসএম