খারাপ আবহাওয়ার মধ্যে নেপালের দুর্গম পাহাড়ি এলাকায় সাত আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরের এ ঘটনায় এক নারী যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ আরো একজনকে উদ্ধারে কাজ চলছে।
দুর্ঘটনা কবলিত স্থানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
উদ্ধার হওয়া যাত্রীর অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বসন্ত কুয়ার জানান, হেলিকপ্টারটির পাইলটসহ পাঁচজন মারা গেছেন। যার মধ্যে ৬৮ বছর বয়সী একজন জাপানি নাগরিক রয়েছেন।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টির কারণে উদ্ধারকর্মীদের উদ্ধার কাযক্রমে বিঘ্ন ঘটেছে।
আজকের বাজার/এমএইচ