নেপালে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের সকলের মৃতদেহ উদ্ধার

নেপালের উদ্ধারকারীরা হিমালয়ে বিধ্বস্ত বিমানের ২২ আরোহীর সকলের মৃতদেহ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।
সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন এএফপিকে বলেন, ‘সব মৃত দেহ পাওয়া গেছে। এখন লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।’
নেপালি তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমানটি রবিবার সকালে নেপালের পশ্চিমাঞ্চলীয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
একদিন পর সাড়ে ১৪ হাজার ফুট উঁচু পাহাড়ের পাশে বিমানটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে লাশগুলো উদ্ধার করা হয়। বিমানটিতে ৪ জন ভারতীয়, ২ জন জার্মান এবং ১৬ জন নেপালী আরোহী ছিলেন।