নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত ৩

নেপালের উত্তর-মধ্যাঞ্চলের লমজুং জেলায় বুধবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। এতে কমপক্ষে তিন জন আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।
নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মরসিয়াংদি রুর‌্যাল মিউনিসিপালিটির ভুলভুলে। স্থানীয় সময় ৫:৪২ টায় আঘাত হানা এ ভূমিকম্প রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।
কর্মকর্তারা জানান, ভূমিকম্পের পর লোকজন দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। লমজুংয়ে প্রধান জেলা কর্মকর্তা হোম প্রসাদ লুইনতেল সিনহুয়াকে বলেন, ‘শক্তিশালী ভূমিকম্পের কারণে লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে। ভূমিকম্পের ঘটনায় তিন জন আহত হয়েছে। তাদের ঘরবাড়ির দেয়াল ধসে পড়ায় তারা আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ভূমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছে।’
লুইনতেল জানান, এখন পর্যন্ত সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহে এবং ভুক্তভুগিদের প্রয়োজনীয় সহায়তায় পুলিশের একটি দলকে দায়িত্ব দেয়া হয়েছে।
নেপালে ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে ৯ হাজার মানুষ প্রাণ হারায়।