বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সফরে আসছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৩০ অক্টোবর ঢাকায় পা রাখবে নেপালি যুবারা।
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আগামী ২, ৩ ও ৫ নভেম্বর ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে।
সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ বয়সভিত্তিক দলের প্রধান নির্বাচক এহসানুল হক বলেন, ‘এশিয়া কাপের আগে ৩ ম্যাচের একটা সিরিজ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে নেপাল। সংক্ষিপ্ত এই সময়ে শক্তিশালী কোনও দলের সঙ্গে সিরিজ আয়োজন যেহেতু সম্ভব নয়, তাই নেপালের বিপক্ষে খেলাকেই ইতিবাচক হিসেবে ধরে নেয়া হয়েছে।’
জানা গেছে, ভালো প্রস্ততি আদায় করে নিতে সিরিজের জন্য শক্তিশালী কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে চাইছিল বাংলাদেশ। তবে কোনো দলকে পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেছে নিতে হয়েছে নেপালকেই, আর তাই গ্রহণ করা হয়েছে তাদের সফরের প্রস্তাব। বিশ্ব ক্রিকেটে এখনও ততটা মাথা তুলে দাঁড়াতে পারেনি নেপাল। তবে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে নেপালকে এখন রাখা হয় সামনের সারিতেই।
সুত্র: অর্থসূচক
আজকের বাজার: সালি / ০১ অক্টোবর ২০১৭