বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং যোগাযোগ স্থাপনের জন্য নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির ওপর জোর দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ড. চোপ লাল ভুসাল সৌজন্য সাক্ষাত করতে এলে ইস্যুটি আলোচনায় আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে সমর্থনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত।
গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং অসাধারণ অগ্রগতির প্রশংসা করেন ড. চোপ লাল ভুসাল।
আবদুল মোমেন ভবিষ্যতে রাষ্ট্রদূতের সাফল্য, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ