নেপাল-ভুটানের চেয়ে পিছিয়ে বাংলাদেশের পুঁজিবাজার: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের পুঁজিবাজার খুবই দুর্বল। দেশের বিনিয়োগ অর্থায়নে এর অবদানও অনেক কম। ২০১১ সালের সংকটের পর সরকার আইন-কানুন ও ইক্যুইটি মার্কেটে অনেক সংস্কার করেছে। কিন্তু এখনো অনেক কিছু করার বাকি। দীর্ঘ মেয়াদে দেশের উন্নয়নকে সচল রাখতে হলে ব্যাংক ও পুঁজিবাজারকে কার্যকরভাবে ব্যবহার করে পড়ে থাকা সঞ্চয়কে বিনিয়োগের স্রোতে আনতে হবে।

সংস্থাটির সাম্প্রতিক এক রিপোর্টে এই কথা বলা হয়েছে। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে আইএমএফ বলেছে, এখনো পার্শ্ববর্তী প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার তেমন শক্তিশালী নয়। বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারের অংশীদারিত্বে মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।

অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০১৬ সালের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইএমএফ বলেছে, আর্থিক বাজার উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম। বাংলাদেশ এই সূচকে তলানিতে পড়ে থাকা দেশগুলোর একটি। বাংলাদেশের ওপরে আছে ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম ও ভুটান।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৩ জুন ২০১৭