ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছে, সরকার রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নেভালনিকে বিষ প্রয়োগ করায় তাদের ‘গভীর উদ্বেগ’ জানাতে দেশটির রাষ্ট্রদূতকে
ডেকে পাঠিয়েছে। খবর এএফপি’র।
ডোমিনিক র্যাব টুইটার বার্তায় লিখেছেন, ‘নিষিদ্ধ এমন রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল। এ ব্যাপারে রাশিয়াকে অবশ্যই একটি পূণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে।’