নো ওয়ান কিলড জেসিকা: খুনিকে ক্ষমা করলেন সাবরিনা

প্রায় ২ দশক পর বোন জেসিকা লালের হত্যাকারীকে ক্ষমা করলেন তার বোন সাবরিনা লাল। ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এক প্রতিক্রিয়ায় সাবরিনা লাল বলেন, নজিরবিহীন ওই লড়াই শেষে সুবিচার পেয়েছেন তিনি।

১৯৯৯ সালে দিল্লির মডেল ও রেস্তোরাঁকর্মী জেসিকাকে নৃশংসভাবে খুন করেন হরিয়ানার ধনাঢ্য মুখ্যমন্ত্রী ভুপেন্দর সিংয়ের ছেলে মনু শর্মা। প্রায় ১৫ বছর কারাদণ্ড ভোগের পর দিল্লির তিহার জেল থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন মনু শর্মা।

রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় মনু শর্মাকে মদ পরিবেশন করতে অস্বীকৃতি জানান জেসিকা। এ সময় মনু ক্ষিপ্ত হয়ে জেসিকাকে গুলি করে হত্যা করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে ২০০৬ সালে মনু বেকসুর খালাস পান। এরপর এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় বয়ে যায়।

পরে মামলার পুনঃতদন্ত হয় এবং আদালত মনু শর্মাকে অপরাধী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরবর্তীতে এই ঘটনা অবলম্বনে ‘নো ওয়ান কিলড জেসিকা’ নামে একটি ছবি নির্মাণ করেন রাজকুমার গুপ্তা।

এস/