চলতি বছর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নৈর্ব্যক্তি প্রশ্ন না রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকরা।
শিক্ষাবর্ষ শুরুর তিন মাস পর এ সিদ্ধান্ত নেয়ায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, সরকারের একের পর এক আচমকা সিদ্ধান্তে প্রাথমিক ও ইবতেদায়ীর ছাত্রদের লেখাপড়ায় ছন্দপতন হতে পারে।তাদের অভিযোগ এমন সিদ্ধান্ত আরও আগেই নেয়া উচিত ছিল।
তবে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা।
আজকের বাজার/আরজেড