জনপ্রিয় নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ নামের সিনেমাটি ১৩ এপ্রিল মুক্তি পাবে। তার আগে রাজধানীর একটি অভিজাত ক্লাবে সিনেমাটির মুক্তি উপলক্ষে ১১ এপ্রিল সন্ধ্যায় মিট দ্য প্রেস ও নৈশভোজের আয়োজন করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
নৈশভোজে যোগ দেয়ার পাশাপাশি ছবির প্রচারণার কাজে ব্যস্ত থাকবেন নন্দিত এই অভিনেত্রী।
‘একটি সিনেমার গল্প’ সিনেমার পরিচালক ও জনপ্রিয় নায়ক আলমগীর বলেন, ‘আজ সকালের একটি ফ্লাইটে ঋতু (ঋতুপর্ণা সেনগুপ্ত) ঢাকায় এসেছে। আগামীকাল ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিবে। এ ছাড়া ছবিটির প্রচারের জন্য কাজ করবেন। আমাদের পরিকল্পনা রয়েছে, ছবির কলাকুশলীরা মিলে হলে হলে যাব। দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখব। সিনেমাটি নিয়ে তাদের মতামত শুনব।’
‘একটি সিনেমার গল্প’ সিনামায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।এছাড়া আলমগীর,চাম্পাসহ অনেকেই এতে অভিনয় করেছেন।
আজকের বাজার/আরজেড