হায়দরাবাদে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কী দুর্দান্ত এক ইনিংসই না খেললেন বিরাট কোহলি। যাকে বলে মাস্টারক্লাস!
পাহাড়সম লক্ষ্য তাড়ায় রোহিত শর্মার বিদায়ের পর উইকেটে এসেছিলেন ভারত অধিনায়ক। শুরুর দিকে যদিও টাইমিং হচ্ছিল না ঠিকঠাক। ম্যাচ যত গড়িয়েছে কোহলি ফিরে পেয়েছেন ছন্দ। খেলেছেন অবিশ্বাস্য কিছু শট।
শুধু শট নয়। ছিল উদযাপন, ছিল ক্ষীপ্রতা। ১৬তম ওভারে যেমন কেসরিক উইলিয়ামসকে ছক্কায় উড়ানোর পর করলেন ‘নোটবুক’ উদযাপন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখা গিয়েছিল, উইলিয়ামস উইকেট পাওয়ার পর কল্পিত নোটবুক বের করে ব্যাটসম্যানের নাম লিখে রাখেন। কাল উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়ে কোহলি করেছেন একই কাজ!
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি জানিয়েছেন ‘নোটবুক’ উদযাপনের রহস্য। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় কোহলিকে আউট করার পর এভাবে উদযাপন করেছিলেন উইলিয়ামস। সেটিই মূলত কাল তাকে ফিরিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক।
‘জ্যামাইকায় আমাকে আউট করার পর উইলিয়ামস এই ভঙ্গিতে উদযাপন করেছিল। তাই আমিও ভাবলাম, এবার ওকে নোটবুকে বন্দি করা যাক। ম্যাচ শেষে যদিও দুজনই হাত মিলিয়েছি। ক্রিকেটে এমন হয়েই থাকে। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষকে সম্মান করতে হবে’- বলেছেন কোহলি।
নিজের উদযাপন নিজেই ফিরে পাওয়ার ঘটনা উইলিয়ামসের ক্ষেত্রে অবশ্য এটিই প্রথম নয়। ক্যারিবিয়ান লিগেই তাকে এক ওভারে একাধিক বাউন্ডারি হাঁকিয়ে সেই উদযাপন ফিরিয়ে দিয়েছিলেন স্বদেশী চাঁদউইক ওয়ালটন।
উইলিয়ামস এরপর তার ‘নোটবুক’ উদযাপন বন্ধই করে দেন কি না, কে জানে!