নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” পেয়েছে বিবিএস ক্যাবলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) থেকে “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য বিআরইবি থেকে এনওএ পেয়েছে। কোম্পানিটি ঢাকা, ময়মনসিংহ, চিটাগং ও সিলেট বিভাগের প্রকল্পের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারবে।

কোম্পানিটি জানায়, চুক্তি সইয়ের ২৮ দিনের মধ্যে এনওএ কার্যকর হবে। আর চুক্তি সইয়ের পর নোটিসটি জমা দেওয়া হবে। চুক্তি সইয়ের চার মাসের মধ্যে পণ্য সরবরাহ করা হবে।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বিবিএস ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ শেয়ার ধারণ করে।

আজকের বাজার:এলকে/এলকে ৮ নভেম্বর ২০১৭