“নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” পেয়েছে বিবিএস ক্যাবলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) থেকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিবিএস কেবলস কুমিল্লা জোনো এক হাজার ৩৭০ কিলোমিটার তার সরবরাহ করার জন্য বিপিডিবি থেকে এনওএ পেয়েছে । এনওএ পাওয়ার ২৮ দিনের মধ্যে বিআরইবির সাথে বিবিএস কেবলসের চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে বিআরইবিকে কনসাইনমেন্ট-১ (৬৮৫) কিলোমিটার তার সরবরাহ করবে বিবিএস কেবলস। আর চুক্তি সইয়ের ১২০ থেকে ১৫০ দিনের মধ্যে কনসাইনমেন্ট-২ (৬৮৫) কিলোমিটার তার সরবরাহ করা হবে।

যার বাজার মূল্য ৭ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৮৩০ টাকা।

এদিকে বিবিএস কেবলসের ১৬.৬৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের।